
পরিচালক এর মধ্যেই বলে উঠেন কাট। নৃত্য পরিচালক এসে তার সহ শিল্পীদের নাচের বিভিন্ন মুদ্রা শিখিয়ে দিয়ে যাচ্ছেন।
পরিচালক জানালেন, এটিই তার মাই ডার্লিং ছবির আইটেম সং। তিনি আরও জানান, গানটিতে সুর দিয়েছেন পুলক আর বেলী। আর নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন সাইফ খান কালু।
পরিচালক মনতাজুর রহমান আকবর বাংলামেইলকে জানালেন, শাকিব খান আর অপু বিশ্বাসকে নিয়ে অনেকদিন পর একটি কাজ করলাম। প্রত্যাশা করি অনেক ভালো একটি কাজ হবে। নতুন কিছু অ্যাকশন দেখা যাবে এ ছবিতে।
শ্যুটিংয়ের এক ফাঁকে বিপাশা কবির বাংলামেইলকে বলেন, এটা আমার মমতাজ ভাইয়ের সঙ্গে তৃতীয় আইটেম গান এর কাজ। এ গানে আমার কো আর্টিস্ট হিসেবে কাজ করেছেন অমিত হাসান। তার মত অভিনেতার সঙ্গে কাজ করতে ভালো লাগবে এটাই স্বাভাবিক। গানটা গতানুগতিক আইটেম গান এর মত। তার থেকে বড় কথা হল ছবির পরিচালক হচ্ছেন আকবর ভাই। এর আগেও উনার দুটি ছবিতে আইটেম গানের কাজ করেছি। ভালো লাগা থেকে মূলত এ কাজটি করেছি মূলত। এক একটা গানের এক এক রকম প্রেজেন্ট হয় সেখান থেকে চেষ্টা করেছি দর্শকদের নতুন কিছু দেওয়ার। এই গানটিসহ মোট ২৬টি আইটেম গান এ কাজ করেছি। এর মধ্যেই আবারও ডাক পড়ে যায় আইটেম কন্যা বিপাশার।
তিনি সেটে চলে যান। মাই ডার্লিং ছবিতে এছাড়াও অভিনয় করেছেন, কাবিলা, প্রবীর মিত্র, রেহনাজ আলী, মাহমুদুল ইসলাম মিঠুসহ আর অনেকে।
0 comments:
Post a Comment